রবিবার, ৬ জানুয়ারী, ২০১৩

SPOKEN ENGLISH


কথোপকথন

১. What is your full name?

এই লেসনে আপনি শিখবেন-নাম সম্পর্কে কীভাবে কোনো প্রশ্ন করতে হয় এবং কীভাবে এ ধরনের প্রশ্নের উত্তর দিতে হয়।


আসুন, সাব্বিরের সঙ্গে পরিচিত হই। সাব্বির একটি কল সেন্টারে চাকরি করেন। তিনি আজই প্রথম কাজে এসেছেন। এখানে সাব্বির তার ম্যানেজার রনির সঙ্গে কথা বলছেন। রনি ও সাব্বিরের মধ্যকার কথোপকথনটি পড়ুন। বলুন তো, রনি সাব্বিরের কাছে কী জানতে চাইছেন?

Rony:
What is your full name?
Sabbir:
My full name is Sabbir Hossain.
Rony:
And what is your first name?
Sabbir:
My first name is Sabbir.
Rony:
And what is your last name?
Sabbir:
It is Hossain.


লক্ষ করুন, প্রতিদিনের ইংরেজি কথোপকথনে আমরা প্রায়ই what is-এর পরিবর্তে

……………………………………………………..

শব্দাবলি

২. What is your nickname?


এই লেসনে আপনি শিখবেন—বিভিন্ন ধরনের নামের জন্য ব্যবহার করা হয় এমন কিছু ইংরেজি শব্দ।


সাব্বির তার পরিবারের সদস্যদের নিয়ে কিছু কথা বলছেন। নিচে সেই বাক্যগুলো পড়ুন। বলুন তো, কবির, শামীমা, মুনিরা ও টমি কে?
Hi, I am Sabbir. My full name is Sabbir Hossain. My first name is Sabbir and my last name is Hossain. Everybody calls me Sabbir because that is my nickname.

My father’s name is Kabir and my mother’s nameis Shamima. I am married and my wife’s name is Munira. I also have a dog. Its name is Tomy.



এবার বাংলা অর্থসহ নিচের ইংরেজি শব্দগুলো দেখুন।
first name
নামের প্রথম অংশ
last name 
নামের শেষ অংশ
full name
পুরো নাম
nickname
ডাক নাম
mother's name
মায়ের নাম
father's name
বাবার নাম
wife's name
স্ত্রীর নাম
husband's name
স্বামীর নাম
sister’s name
বোনের নাম
brother’s name
ভাইয়ের নাম










…………………….

৩. What is his name?

এই লেসনে আপনি শিখবেন–নাম সম্পর্কে কীভাবে কাউকে কিছু জিজ্ঞাসা করতে হয় এবং কীভাবে এ ধরনের প্রশ্নের উত্তর দিতে হয়। 


ছবিটি লক্ষ করুন। আপনি কি এই ছবিতে সাব্বিরকে দেখতে পাচ্ছেন? এবার নিচের বাক্যগুলো পড়ুন এবং এর সঙ্গে আপনার দেওয়া উত্তরগুলো মিলিয়ে নিন।

Hi. My name is Sabbir and this is a photo of myfamily. This is my father and his name is Kabir. This is my mother and her name is Shamima. This is my brother and his name is Arif. I also have a dog and its name is Tomy.


লক্ষ করুন, নিজের বা অন্যের নাম সম্পর্কে কথা বলার সময় আমরা my, his, herএবং its ব্যবহার করে বাক্য গঠন করি।
My name is Sabbir.
আমার নাম সাব্বির।
His name is Kabir.
তার নাম কবির।
Her name is Shamima.
তার নাম শামীমা।
Its name is Tomy.
এর নাম টমি।
অন্য কারও নাম সম্পর্কে কথা বলার সময় আমরা পুরুষদের নামের ক্ষেত্রে his এবং নারীদের নামের ক্ষেত্রে her ব্যবহার করে বাক্য গঠন করি। আবার কোনো বস্তু, স্থান বা প্রাণীর নাম সম্পর্কে কিছু বলার সময় আমরা its ব্যবহার করে থাকি।
…………………………………………………..

উচ্চারণ

ইংরেজি চর্চার জন্য পরামর্শ


মনোযোগ দিয়ে ইংরেজি উচ্চারণগুলো শুনুন এবং সাথে সাথে চর্চা করুন। এভাবে চর্চা করলে ইংরেজি উচ্চারণে আপনার দক্ষতা আরও বাড়বে। 
উচ্চারণের লেসনগুলো শেখার সময় সেই লেসনের শব্দ ও বাক্যগুলো স্পষ্টভাবে বারবার উচ্চারণ করুন।
মনে রাখবেন, আপনি যত বেশি চর্চা করবেন ইংরেজিতে আপনার দক্ষতা ততই বাড়বে।


এই চ্যাপ্টারের লেসনগুলো চর্চা করার জন্য আরও কিছু অনুশীলনী ডাউনলোড করুন। ডাউনলোড করার পর অনুশীলনীটি দেখতে না পেলে নিচের লিঙ্কে ক্লিক করে Adobe Reader ইন্সটল করুন।


এবং লেসনগুলো শোনার জন্য নিচের অডিও ফাইলটি ডাউনলোড করুনঃ


এবার এই লেসনে যা কিছু শিখেছেন তা আরও একবার চর্চা করে লেসনটি শেষ করুন। চর্চা করার জন্য পরের পাতার কুইজটি দেখুন। কুইজটি সম্পন্ন করার পর এই চ্যাপ্টারের পরবর্তি লেসনগুলো আপনি শিখতে পারবেন।
…………..

কথোপকথন

৬. Do you have a mobile phone?


এই লেসনে আপনি শিখবেন-ফোন নম্বর সম্পর্কে কীভাবে কোনো প্রশ্ন করতে হয় এবং কীভাবে এ ধরনের প্রশ্নের উত্তর দিতে হয়।


আসুন, নুসরাতের সঙ্গে পরিচিত হই। নুসরাত একটি নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকে এসেছেন। এখানে তিনি ব্যাংকের একজন কর্মকর্তা ফাতেমার সঙ্গে কথা বলছেন। নুসরাত ও ফাতেমার মধ্যকার কথোপকথনটি পড়ুন। বলুন তো, ফাতেমা নুসরাতের কাছে কী জানতে চাইছেন?


Fatima:
Do you have a mobile phone?
Nusrat:
Yes, I do.
Fatima:
What’s your phone number?
Nusrat:
It’s 0456789.
Fatima:
Sorry, can you say that again?
Nusrat:
It’s 0456789.
Fatima:
Thank you.
লক্ষ করুন, প্রতিদিনের ইংরেজি কথোপকথনে আমরা প্রায়ই it is-এর পরিবর্তে it’s বলে থাকি। আবার কাউকে কোনোকিছু পুনরায় বলার জন্য অনুরোধ করতে হলে আমরা বলি- Sorry, can you say that again? 

…………………….

শব্দাবলি

৭. What’s your phone number?


এই লেসনে আপনি শিখবেন—কাউকে নিজের ফোন নম্বর জানানোর সময় ইংরেজিতে শূন্য থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো কীভাবে বলতে হয়।


নুসরাত ও ফাতেমার মধ্যকার কথোপকথনটি পড়ুন। বলুন তো, নুসরাতের ফোন নম্বর কত?

Fatima:
What’s your phone number?
Nusrat:
It’s 0456789.
Fatima:
When is a good time to call?
Nusrat:
Call me at seven.
লক্ষ করুন, ফোনে কারও সঙ্গে কোনো জরুরী কথা বলার জন্য আমরা তাকে সাধারণত এই প্রশ্নটি করে থাকি- When is a good time to call? সাধারণত একজন ব্যক্তিকে কখন ফোন করা যাবে তা জানার জন্যই এই প্রশ্নটি তাকে করা হয়ে থাকে।
বাংলা অর্থসহ নিচের ইংরেজি শব্দগুলো দেখুন।
zero
শূন্য      
one
এক
two
দুই
three
তিন
four 
চার
five
পাঁচ
six
ছয়
seven
সাত
eight
আট
nine
নয়
ten
দশ
………………………..

গ্র্যামার

৮. One phone, two phones


এই লেসনে আপনি শিখবেন—কোনো বস্তুর পরিমাণ সম্পর্কে কীভাবে কিছু বলতে হয়।

ছবিটি মনোযোগ দিয়ে লক্ষ করুন। দেখুন তো, এখানে নুসরাতের কাছে কয়টি ফোন আছে। এবার নিচের বাক্যগুলো পড়ুন এবং এর সঙ্গে আপনার দেওয়া উত্তরটি মিলিয়ে নিন। 

Hi. My name is Nusrat. I live with my family in Chittagong. I also work in Chittagong. I have two phones  one phone is for work (কর্মক্ষেত্রে ব্যবহারের জন্য) and the other for personal use (ব্যক্তিগত ব্যবহারের জন্য). My mother and father have one phone each (প্রত্যেকের), but my brother, Ashraf, has four phones!


I have one phone.
আমার একটি ফোন আছে।
I have two phones.
আমার দুইটি ফোন আছে।
I have four phones.
আমার চারটি ফোন আছে।

একের অধিক কোনো বস্তু সম্পর্কে কিছু বলার সময় বহুবচন বোঝাতে বস্তুটির নামের শেষে আমরা s যোগ করি।
কিন্তু বস্তুটির নামের শেষে o, s, z, x, sh বা ch -এই বর্ণগুলো থাকলে সেই বস্তুটির বহুবচনে s-এর পরিবর্তে es যোগ করা হয়। 
I have two tomatoes.
আমার দুইটি টমেটো আছে।
There are three buses.
সেখানে তিনটি বাস আছে।
I have five boxes.
আমার পাঁচটি বক্স আছে।
There are three dishes.
সেখানে তিনটি থালা আছে।
I have two watches.
আমার দুইটি ঘড়ি আছে।






……………………..

কথোপকথন

১১. Where do you live?


এই লেসনে আপনি শিখবেন—বাসস্থান ও ঠিকানা সম্পর্কে কীভাবে কোনো প্রশ্ন করতে হয় এবং কীভাবে এ ধরনের প্রশ্নের উত্তর দিতে হয়।


আসুন, মামুন ও তার স্ত্রী মাহমুদার সঙ্গে পরিচিত হই। মামুন ও মাহমুদা ব্যাংকের একজন কর্মকর্তা ফয়সালের সঙ্গে কথা বলছেন। তাদের মধ্যকার কথোপকথনটি পড়ুন। বলুন তো, মামুন ও মাহমুদার কাছে ফয়সাল কী জানতে চাইছেন?


Faisal:
Where do you live?
Mamun:
We live in Chittagong.
Faisal:
And what’s your house number?
Mamun:
Our house number is nine.
Faisal:
And what’s your road number?
Mamun:
It’s eight.
Faisal:
And ...





……………………

শব্দাবলি

১২. What’s your road number?


মামুন ও মাহমুদা সম্পর্কে নিচের বাক্যগুলো পড়ুন। বলুন তো, তারা কী শহরে থাকেন, নাকি গ্রামে?


Hi. Our names are Mamun and Mahmuda. We live in Chittagong with our son (ছেলে/পুত্র).
We live in a small apartment in a big apartment block. Our apartment number is two, our house number is nine and our road number is eight. We live in a busy area (ব্যস্ত এলাকা) of
Chittagong. We go to our home village in the district of Chittagong once a year.


apartment
অ্যাপার্টমেন্ট
apartment block
অ্যাপার্টমেন্টের সারি
apartment number
অ্যাপার্টমেন্ট নম্বর
house number
বাড়ি নম্বর
road number
সড়ক নম্বর
village
গ্রাম
district
জেলা
postcode
পোস্টকোড








I live with my family in a small house in Rangpur.

গ্র্যামার

১৩. What is your house number?


এই লেসনে আপনি শিখবেন—বিভিন্ন প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে কীভাবে কারও ঠিকানা জিজ্ঞাসা করতে হয়।


মিতা ও রবিনের মধ্যকার কথোপকথনটি পড়ুন। বলুন তো, মিতা কোথায় থাকেন?

Robin:
Where do you live?
Mita:
I live in the village of Babuganj.
Robin:
Which district is your village in?
Mita:
It is in Barisal district.
Robin:
Who do you live with?
Mita:
I live with my husband and his mother and father.
Robin:
What is your address?
Mita:
It’s house number seven, road ....
কোনো স্থান সম্পর্কে ইংরেজিতে প্রশ্ন করার জন্য আমরা where শব্দটি ব্যবহার করে প্রশ্ন করি। যেমন:
Where do you live?
আপনি কোথায় থাকেন?


আবার কোনো ব্যক্তি সম্পর্কে ইংরেজিতে প্রশ্ন করার সময় who শব্দটি ব্যবহার করা হয়। যেমন:
Who do you live with?
আপনি কার সঙ্গে থাকেন?


একইভাবে কোনো ব্যক্তি বা বিষয় সম্পর্কিত তথ্য জানার জন্য আমরা what ব্যবহার করে প্রশ্ন করে থাকি। যেমন:
What is your address?
আপনার ঠিকানা কী?


তবে কোনো ব্যক্তি বা বিষয় সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানার জন্য ইংরেজিতে whichশব্দটি ব্যবহার করা হয়। যেমন:
Which district is your village in?
আপনার গ্রাম কোন জেলায়?


…………………….

উচ্চারণ

ইংরেজি চর্চার জন্য পরামর্শ


লক্ষ করে দেখুন তো, এই লেসনের আর কোনো শব্দে কী এই ধ্বনিটি উচ্চারিত হয়েছে? এবার মামুন ও মাহমুদা সম্পর্কে শব্দাবলি লেসনে দেওয়া বাক্যগুলো আবার দেখুন। বলুন তো, এখানে কোন কোন শব্দে এই লেসনের ধ্বনিটি রয়েছে? বাক্যগুলো স্পষ্টভাবে উচ্চারণ করে পড়ুন এবং এই ধ্বনিসহ শব্দগুলো খুঁজে বের করুন। 
Hi. Our names are Mamun and Mahmuda. We live in Chittagong with our son. We live in a small apartment in a big apartment block. Our apartment number is two, our house number is nine and our road number is eight. We live in a busy area of Chittagong. We go to our home village in the district of Chittagong once a year.


মনে রাখবেন, আপনি যত বেশি চর্চা করবেন ইংরেজিতে আপনার দক্ষতা ততই বাড়বে।
এই চ্যাপ্টারের লেসনগুলো চর্চা করার জন্য আরও কিছু অনুশীলনী ডাউনলোড করুন। 
………………..

যোগাযোগের বিভিন্ন মাধ্যম নিয়ে নিচে কিছু কথা লেখা আছে। লেখাগুলো পড়ুন। বলুন তো, এগুলোর মধ্যে কোনটি আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেন?
In today’s world people can contact (যোগাযোগ করা) each other in different ways. If we need to make contact quickly (দ্রুত) we can use a phone number – a mobile number or a work number. We can also use an email address – work email or personal email. If we have more time, then we can use our address so that people can send us a letter. You can put all this information (তথ্য) on a business card.


এবার বাংলা অর্থসহ নিচের ইংরেজি শব্দগুলো দেখুন।
email address
ইমেইল অ্যাড্রেস
work email
অফিসের ইমেইল অ্যাড্রেস 
personal email
ব্যক্তিগত ইমেইল অ্যাড্রেস
mobile number
মোবাইল নম্বর
work number
অফিসের ফোন নম্বর 
address
ঠিকানা
letter
চিঠি
business card
বিজনেস কার্ড/চাকরি বা ব্যবসার কাজে যোগাযোগের জন্য ব্যক্তিগত তথ্যসমৃদ্ধ কার্ড

উচ্চারণ

ইংরেজি চর্চার জন্য পরামর্শ


মনোযোগ দিয়ে ইংরেজি উচ্চারণগুলো শুনুন এবং সাথে সাথে চর্চা করুন। এভাবে চর্চা করলে ইংরেজি উচ্চারণে আপনার দক্ষতা আরও বাড়বে।

মনোযোগ দিয়ে ইংরেজি উচ্চারণগুলো শুনুন এবং সাথে সাথে চর্চা করুন। এভাবে চর্চা করলে ইংরেজি উচ্চারণে আপনার দক্ষতা আরও বাড়বে।
উচ্চারণের লেসনগুলো শেখার সময় সেই লেসনের শব্দ ও বাক্যগুলো স্পষ্টভাবে বারবার উচ্চারণ করুন। 
আপনি it’s ব্যবহার করে কয়েকটি বাক্যও তৈরি করতে পারেন। যেমন:
What’s this?
It’s a book.

মনে রাখবেন, আপনি যত বেশি চর্চা করবেন ইংরেজিতে আপনার দক্ষতা তত বাড়বে।
এই চ্যাপ্টারের লেসনগুলো চর্চা করার জন্য আরও কিছু অনুশীলনী ডাউনলোড করুন। 
Taufiq:
Hello. I am Taufiq.
John:
Nice to meet you, Taufiq.

Where are you from?
Taufiq:
I am from Bangladesh.
John:
Which city are you from?
Taufiq:
I am from Comilla. Which country are you from?
John:
I am from Canada.
তৌফিক তার বন্ধু জন ও জনের সহকর্মী জুং সম্পর্কে ইংরেজিতে কিছু কথা বলেছেন। তার কথাগুলো পড়ুন। বলুন তো, জুং কোথা থেকে এসেছেন?

My name is Taufiq. I am from 
Bangladesh and I live in Comilla. This is a photo of me with my friend John and his colleague Jung. John is from Canada, but he lives in Malaysia. He works at a computer company there. Jung is from China, from a city called Shanghai. He works in Malaysia with John.


এবার ইংরেজি ও বাংলায় বিভিন্ন দেশের নাম সম্পর্কিত ইংরেজি শব্দগুলো দেখুন।
Bangladesh
বাংলাদেশ
Canada 
কানাডা
China
চীন
Germany
জার্মানি
India 
ভারত
Japan 
জাপান
Korea 
কোরিয়া
Malaysia 
মালয়েশিয়া
the UK 
যুক্তরাজ্য
the USA   
যুক্তরাষ্ট্র

  
  

t her parents are from China.
Taufiq:
Really?   
Jung:
Are you married?
Taufiq:
Yes, I am. 
Jung: 
Where is your wife from?
Taufiq:
She is from Bangladesh.
লক্ষ করুন, আপনি কোন দেশ থেকে এসেছেন বা আপনার বাড়ি কোথায় তা জানানোর সময় বাক্যে verb be (am, is, are) ব্যবহার করা হয়। যেমন:
I am from Bangladesh.
আমি বাংলাদেশ থেকে এসেছি।
You are from China.
আপনি চীন থেকে এসেছেন।
He is from Bangladesh.
তিনি বাংলাদেশ থেকে এসেছেন।
She is from Canada.
তিনি কানাডা থেকে এসেছেন।
We are from the UK.
আমরা যুক্তরাজ্য থেকে এসেছি।
They are from China.
তারা চীন থেকে এসেছেন।

লক্ষ করুন, অন্য কোনো ব্যক্তি সম্পর্কে কিছু বলার সময় তিনি পুরুষ হলে he এবং নারী হলে she ব্যবহার করে বাক্য গঠন করা হয়
You: 
Where are you from?
Friend:
I am from Bangladesh.
You: 
Where is your husband from?
Friend: 
He is also from Bangladesh.

Sarah:
Where do you live?
Fatima:
I live in Singapore.
Sarah:
What's your nationality? Are you from Singapore?
Fatima:
No, I’m Bangladeshi, but I work in Singapore.
Sarah:
Are you Bangladeshi too?
Amal:
Yes, I am. What about you?
Sarah:
I’m American
Sarah:
Where do you live?
Fatima:
I live in Singapore.
Sarah:
What's your nationality? Are you from Singapore?
Fatima:
No, I’m Bangladeshi, but I work in Singapore.
Sarah:
Are you Bangladeshi too?
Amal:
Yes, I am. What about you?
Sarah:
I’m American.
সারা তার ও অন্যদের জাতীয়তা সম্পর্কে কিছু কথা বলছেন। নিচে সেই বাক্যগুলো পড়ুন। বলুন তো, নিউইয়র্ক কেন একটি চমত্কার শহর?
My name is Sarah. I am American and I live in New York. I was born in the USA, so I amAmerican but I have German and British origins (বংশোদ্ভুত). In New York there are people from all over the world (বিশ্ব). In my apartment block there is a Malaysian family and a Korean family and in my parents’ apartment block there is anIndian doctor and a Japanese engineer. The mix (সম্মিলন) of nationalities makes New York a very interesting (চমত্কার) city.


বাংলা অর্থসহ নিচের ইংরেজি শব্দগুলো দেখুন।
American
আমেরিকান
Bangladeshi
বাংলাদেশি
British
ব্রিটিশ
Canadian
কানাডিয়ান
Chinese
চাইনিজ
German
জার্মান
Indian
ভারতীয়
Japanese
জাপানিজ
Korean
কোরিয়ান
Malaysian
মালয়েশিয়ান    












-ese
-an
-sh
-i
Chinese
Japanese
Korean 
Malaysian
Canadian
German
Indian
American
 British
Bangladeshi   
মনে রাখবেন, বিভিন্ন ভাষার ধরন বা বৈশিষ্ট্য মনে রাখতে পারলে তা আপনাকে ভালোভাবে ভাষাটি শিখতে সাহায্য করবে। এবার দেখুন তো, জাতীয়তা-বিষয়ক নিচের এই শব্দগুলো উপরের ছকের সঠিক ঘরে সাজিয়ে নিতে পারেন কি না।
Nepali
নেপালি
Spanish
স্প্যানিশ
Portugese
পর্তুগিজ
Sri Lankan
শ্রীলঙ্কান
Libyan
লিবিয়ান
Italian
ইতালিয়ান
এবার এই লেসনে যা কিছু শিখেছেন, তা আরও একবার চর্চা করে লেসনটি শেষ করুন। চর্চা করার জন্য পরের পাতার কুইজটি দেখুন। কুইজটি সম্পন্ন করার পর এই চ্যাপ্টারের পরবর্তি লেসনগুলো আপনি শিখতে পারবেন।
সারা তার পরিবার সম্পর্কে কিছু কথা বলছেন। নিচে সেই বাক্যগুলো পড়ুন। বলুন তো, সারার মায়ের জাতীয়তা কী?
I am American and I live in New York. I am not married and I live with my parents. I was born in the USA, so I am American. But many of my relatives (আত্মীয়) are not American. My mother is not American. She is British. Her parents are British too and they live in Manchester. My father’s parents are not American. They are German and they live in Berlin.

verb be কে না-বোধক অর্থে ব্যবহার করার জন্য আমরা am, is এবং are-এর পরেnot যোগ করে বাক্য গঠন করি। যেমন: 
I am not Bangladeshi.
আমি বাংলাদেশি নই।
You are not Chinese.
আপনি চাইনিজ নন।
He is not American.
তিনি আমেরিকান নন।
She is not Korean.
তিনি কোরিয়ান নন।
We are not Indian.
আমরা ভারতীয় নই।
They are not Canadian.
তারা কানাডিয়ান নন।








Emily:
Hi. I’m Emily. What’s your name?
Arif:
I’m Arif.
Emily:
Are you from Bangladesh?
Arif:
Yes, I am.
Emily:
Are you from Dhaka?
Arif:
No, I’m not. I’m from Bogra. Are you American?
Emily:
No, I’m notI’m British.











ফারজানা তার পরিবারের সদস্যদের নিয়ে কিছু কথা বলেছেন। নিচে সেই বাক্যগুলো পড়ুন। বলুন তো, ফারজানার স্বামী কী করেন? 
Hello, my name is Farzana. I am a teacher. My husband is also a teacher. We live with my father-in-law (শ্বশুর). He was a factory worker, but now he is retired (অবসরপ্রাপ্ত). We also live with my sister-in-law (ননদ), Dalia. Dalia is a doctor and works in a local hospital. She is not married.


teacher               
শিক্ষক 
housewife
গৃহিণী
factory worker
কারখানা শ্রমিক
businessman
ব্যবসায়ী
student
শিক্ষার্থী
doctor
চিকিত্সক
nurse        
সেবিকা
farmer
কৃষক
shopkeeper
দোকানি
receptionist
অভ্যর্থনাকারী














Firoz:   
Are you a businessman?
Nabil:   
Yes, I am. Are you a businessman?
Firoz:  
No, I am not.
Nabil:  
So, what do you do?
Firoz:  
I’m a student. I’m studying to be a doctor.
Nabil:  
How interesting. Is your father a doctor too?
Firoz:  
No, he is not. He’s a businessman.
Nabil:  
Is your mother a doctor?
Firoz:  
Yes, she is.



এখন আমরা শিখব—verb be ব্যবহার করে কাজ-বিষয়ক বিভিন্ন প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর কীভাবে দিতে হয়।
কাউকে তার কাজ সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য ইংরেজিতে আমরা বলি-
Are you + a বা an + কাজের নাম?

আর এ ধরনের প্রশ্নের উত্তরে 'হ্যাঁ' বলতে আমরা বলি- 
Yes, I am.

একইভাবে, প্রশ্নটির উত্তরে 'না' বলতে আমরা বলি-
No, I am not.
যেমন:
Are you a student? 
আপনি কি একজন শিক্ষার্থী?
Yes, I am.
হ্যাঁ, আমি একজন শিক্ষার্থী?
Are you a businessman?
আপনি কি একজন ব্যবসায়ী?
No, I am not.
না, আমি ব্যবসায়ী নই।
লক্ষ করুন, প্রতিদিনের ইংরেজি কথোপকথনে আমরা প্রায়ই No, I am not-এর পরিবর্তেNo, I’m not বলে থাকি।
অন্য কারও কাজ সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করার সময় ইংরেজিতে আমরা বলি-
Is he/she + a /an + কাজের নাম?
আর এ ধরনের প্রশ্নের 'হ্যাঁ'-বোধক উত্তর দেওয়ার সময় ইংরেজিতে আমরা বলি-
Yes, he/she is.
একইভাবে, প্রশ্নটির না-বোধক উত্তর দেওয়ার সময় ইংরেজিতে আমরা বলি-
No, he/she is not.
যেমন:
Is your mother a doctor?
আপনার মা কি একজন চিকিত্সক?
Yes, she is.
হ্যাঁ, তিনি একজন চিকিত্সক।
Is your father a doctor?
আপনার বাবা কি একজন চিকিত্সক?
No, he is not.
না, তিনি চিকিত্সক নন।
লক্ষ করুন, প্রতিদিনের ইংরেজি কথোপকথনে আমরা প্রায়ই No, he/she is not.-এর পরিবর্তে No, he/she isn’t. বলে থাকি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন