বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৫

id card correction

 চলমান ভোটার তালিকা নিবন্ধন কার্যক্রম ও জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম চালু করেছে।

বুধবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

যারা ভোটার হতে চান অথবা জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চান তাদেরকে www.ecs.org.bd/bangla এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। পরে রেজিস্ট্রেশন অপশনে গিয়ে চারটি ধাপে তথ্য পূরণ এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

রেজিস্ট্রেশন শেষ হলেই মোবাইল বা ই-মেইলে যাওয়া গোপন নম্বরের মাধ্যমে একাউন্ট সচল করবেন। একাউন্ট সচল হওয়ার পর ভোটাররা ফরম পূরণের সময় দেয়া তথ্য দেখতে পারবেন এবং তা সংশোধনের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

অনলাইনের মাধ্যমে নামের বানান, ঠিকানা, স্বাক্ষর, রক্তের গ্রুপ, জন্ম তারিখ ছবিসহ প্রয়োজনীয় সব তথ্য সংশোধন করা যাবে। তবে তথ্য সংশোধের সময় অবশ্যই ইসির চাহিদামতো প্রমাণাদি দিতে হবে।

এ ছাড়া যে সব এলাকায় অনলাইনের ব্যবস্থা নেই তারাও লিখিত আবেদনের মাধ্যম তথ্য সংশোধন করতে পারবেন। বিদ্যমান ভোটারদের তথ্য সংশোধন শেষ হলেই ইসি স্মার্ট কার্ড প্রস্তুত শুরু করবে।

বর্তমান অনলাইন সুবিধার পাশাপাশি আগের সাধারণ নিয়ম অনুযায়ী সংশোধন ও নাগরিকরা নতুন ভোটার হতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন