মত বিনিময় অনুষ্ঠান
তারিখঃ মে ০১, ২০১৪, রোজঃ বৃহস্পতিবার,
বাদ মাগরিব
অনুষ্ঠান
সূচী
কুরআন তেলাওয়াত
উদ্বোধনী কথাঃ প্রকল্পের ডিরেক্টর
প্রকল্পের রুপরেখা বর্ণনাঃ ম্যানেজিং ডিরেক্টর
প্রকল্পের রুপরেখা বর্ণনাঃ ম্যানেজিং ডিরেক্টর
প্রশ্নোত্তর ও সভাপতির ভাষণঃ প্রকল্পের চেয়ারম্যান
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সম্মানিত সুধী,
আসসালামু আলাইকুম, ঢাকাস্থ পূর্বাচল সততা সোসাইটি, সরকারী পূর্বাচল
প্রকল্পের পার্শ্বে অবস্থিত, অপেক্ষাকৃত কম মূল্যে যৌথ উদ্যোগে বর্তমানে জমি ক্রয়
করে ভবিষ্যতে ১,০০০ স্কয়ার ফুটের একটি ফ্লাট নিজেদের মধ্যে বন্ঠন করে নেয়ার একটি
উদ্যোগ গ্রহণ করছে। এজন্য বিনিয়োগ করতে হবে বর্তমানে মাত্র ৩ লক্ষ এবং ৬ বছর পরে
ফ্লাট হাতে পেয়ে আরো ২ লক্ষ অর্থাৎ মোট ৫ লক্ষ টাকা। বৈজ্ঞানিক এই গবেষণাটি
প্রফেসর মোঃ রবিউল ইসলাম কর্তৃক উদ্ভাবিত একটি মাইক্রো ল্যান্ড প্রজেক্ট যা
আমাদেরকে এবং ভবিষ্যত প্রজন্মকে দারুন উৎসাহিত করবে।
এ প্রকল্পের রুপরেখা ও এর বাস্তবায়ন প্রক্রিয়া
সম্পর্কে প্রকল্পের চেয়ারম্যান জনাব মোঃ আলতাফ হোসেন এবং উদ্ভাবক জনাব মোঃ রবিউল
ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর, সম্মানিত অতিথিদের সাথে মত বিনিময় করতে ইচ্ছুক। এ
উপলক্ষে আগামী ০১ মে, রোজ শুক্রবার বাদ মাগরিব এক মত বিনিময় সভা ও ডিনারের আয়োজন
করা হয়েছে।
এতে আপনার উপস্থিতি একান্ত কাম্য।
(খাণ মোঃ
বদরুদ্দোজা
)
খুলনা প্রতিনিধি
পূর্বাচল সততা সোসাইটি (পিএসএস)
01975886666
01753558888
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন